পাণ্ডুয়া শ্রীরামবাটি সমবায় নির্বাচনে বামপন্থীদের জয়লাভ। দীর্ঘদিন ধরে নির্বাচন করা নিয়ে তালবাহানা করলেও অবশেষে নির্বাচন করে সমবায় দপ্তর। শনিবার সকালে অবশেষে নির্বাচন হয়। ১২ টি মোট আসনের মধ্যে সিপিআই(এম) ১১টি আসনে জয়লাভ করে। তৃণমূল ১টি আসন পায়।
সিপিআই(এম) নেতা আমজাদ হোসেন বলেন, "বামপন্থীদের পাশে গ্রামের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রয়েছে এই জয়লাভ সেটাই প্রমাণ করে। আগামী দিনে কৃষকের স্বার্থে বামপন্থীদের দ্বারা পরিচালিত সমবায় কাজ করবে। এই সমবায় বিগত ১০ বছর নির্বাচন না করে তৃণমূল দখল করে বসেছিল সেটা এলাকার মানুষ বুঝতে পেরেছে।"
মানুষের মনের পরিবর্তন হচ্ছে, আগামী দিনে যে বড় লড়াই সেই লড়াইয়েও এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। কৃষক ক্ষেতমজুর বর্গাদার পাট্টাদার সহ সমবায়ের সাথে জড়িত প্রত্যেকটি মানুষ বামপন্থীদের পাশে আছে। নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরে লাল আবির খেলে বিজয় মিছিল করেন জয়ী প্রার্থী ও কর্মীরা।
Comments :0