CU TMCP

তৃণমূলের সেই নেতাকে ‘সেন্সর’ কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা

তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে ‘সেন্সর’ করল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৃণমূলের এই নেতা অভিরূপ চক্রবর্তী সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছিল।
জানা গিয়েছে, আগে থেকেই তৃণমূল ছাত্র পরিষদের এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্তা, বিশ্ববিদ্যালয় সম্পত্তি নষ্টের মতো অভিযোগে আদালতের নির্দেশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও ক্যাম্পাসেই ঢোকার কথা নয় তার। কিন্তু প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে নিয়মিত যাতায়াত করে এই তৃণমূলী নেতা। 
সম্প্রতি, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা পিছানোর দাবি তোলে তৃণমূল। সরকারি স্তর থেকেও চাপ দেওয়া হয়। কিন্তু অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষার দিন স্থির রাখার সিদ্ধান্ত নেয় সেনেট। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে রাজ্যের শিক্ষা দপ্তরের। তবে সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে বিশ্ববিদ্যালয়। 
কিন্তু বিশ্ববিদ্যালয় শিরদাঁড়া সোজা রাখায় ক্যাম্পাসের বাইরে একটি সভা থেকে উপাচার্য শান্তা দত্তকে কুরুচিপূর্ণ মন্তব্য করে এই অভিরূপ চক্রবর্তী। ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার’ হুঁশিয়ারিও দেওয়া হয় উপাচার্যকে। 
বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অভিরূপ চক্রবর্তী ২০১৭ সালে বালিগঞ্জ সায়েন্স কলেজের হিউম্যান রাইটস বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তার। শুধুমাত্র তার একটি পরিচয় সে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক। 
এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক অমিত কুমার ঘোষ বলেন, "বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। ২০১৭ সালের পাস হওয়ার পরও সে এখনো তৃণমূলের নেতা হয়ে ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়। উপাচার্য থেকে শিক্ষক কাউকেই কটূক্তি করতে ছাড়ে না। ক্যাম্পাসে সে তৃণমূল দুষ্কৃতী হিসেবে পরিচিত। আমরা বলছি ক্যাম্পাস ছাত্রছাত্রীদের। ক্যাম্পাসে গুন্ডাগিরি মানবে না এসএফআই।"

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন