DGMO MEETING

জারি থাকছে সংঘর্ষ বিরতি, সিদ্ধান্ত দু’দেশের সেনাকর্তাদের বৈঠকে

জাতীয়

ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরে সোমবার কথা হয়েছে। 
সংবাদ সংস্থা জানাচ্ছে যে সোমবার পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হটলাইনে একে অপরের সাথে কথা বলেছেন।
কিন্তু তাঁদের মধ্যে আলোচনার বিশদ জানানো হয়নি। তবে জানা গিয়েছে, একে অন্যের দিকে একটি গুলি বা গোলাও না চালানোর পক্ষে আলোচনা হয়। আগ্রাসী বা প্ররোচক ভূমিকা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত থেকে সেনা মোতায়েন কমানোর কথা হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা।
গত শনিবার, ১০ মে, সংঘর্ষ বিরতি চুক্তি হয়। বিকেল পাঁচটা থেকে তা চালু হয়। কিন্তু ৩ ঘন্টা পরই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে আগেই করেছে ভারত। অনুমান করা হচ্ছে আজ সেই বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের ডিজিএমও'দের মধ্যে। 
সংঘর্ষ বিরতি চুক্তির পর ঠিক করা হয়েছিল যে ডিজিএমওরা ১২ মে আলোচনা করবেন। দুপুর ১২ টায় আলোচনা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে আলোচনা হয়নি। শেষে বিকেল ৫টা নাগাদ বৈঠক শুরু হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

Comments :0

Login to leave a comment