ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অন্তর্ভুক্তি মামলায় কমিশনের নির্দেশ অমান্যের জেরে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে বুধবার বিকেল ৫টায় নয়াদিল্লির সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সামনে তাঁকে এব্যাপারে ব্যাখ্যা দিতে হবে।
সূত্রের খবর, অভিযুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর করার নির্দেশ মানেনি রাজ্য। সোমবার মুখ্যসচিবের পাঠানো চিঠিতে এক আধিকারিক ও এক অস্থায়ী কর্মীকে অপসারণের কথা জানানোয় কমিশন ক্ষুব্ধ। কমিশনের কড়া বার্তা— তলবি বৈঠকের আগে নির্দেশ মানা না হলে মুখ্যসচিবকেই কঠোর পদক্ষেপের মুখে পড়তে হতে পারে।
প্রশাসনিক মহলের মত, মুখ্যমন্ত্রীর অনুমতি না মেলার যুক্তি দিলেও সাংবিধানিক ও প্রশাসনিক দায় মুখ্যসচিবের ওপরই বর্তায়। ইয়াস ঘূর্ণিঝড়কালে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘটনার নজিরও টানা হচ্ছে আলোচনায়। ইয়াস ঘুর্ণিঝড়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক ত্যাগ করে তৎকালীন মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার খেসারত দিতে হয়েছে প্রাক্তন আমলাকে। মুখ্যমন্ত্রীর অসম্মতি থাকলেও প্রশাসনের শীর্ষ আধিকারিক হিসাবে সাংবিধানিক ও প্রশাসনিক দায় মুখ্যসচিবের ওপর বর্তায়। ফলে শেষ পর্যন্ত মুখ্যসচিবের বিরুদ্ধে কড়া কমিশনের কোনও পদক্ষেপ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের বৈঠকে মুখ্যসচিবের ব্যাখ্যার ওপর নির্ভর করছে কমিশনের পরবর্তী পদক্ষেপ।
কমিশনের তরফ থেকে প্রথমে মুখ্যসচিবের কাছে টেলিফোন মারফত তলবের নির্দেশ আসে। মঙ্গলবার দুপুরের পর লিখিতভাবে তলবি চিঠি এসে পৌঁছায় নবান্নে। রাজ্য প্রশাসনের শীর্ষ সূত্রের খবর, কমিশনের চিঠি পাওয়ার পর মুখ্যসচিব বুধবার সকালের বিমানেই দিল্লি রওনা হবেন
manoj pant
নির্দেশ অমান্যে মুখ্যসচিবকে দিল্লিতে তলব

×
Comments :0