KANGAROO COURT ISLAMPUR

সালিশি সভায় মাথা কামিয়ে ‘শাস্তি’ ইসলামপুরে

জেলা

মাথা কামিয়ে বেঁধে রাখা হয়েছে হাতও।

তপন বিশ্বাস

সালিশি সভায় ডেকে গ্রামের এক পুরুষ এবং মহিলার মাথা কামিয়ে দেওয়া হলো একসঙ্গে। দু’জনেের সম্পর্ক ঘিরে অভিযোগ তুলে এমন বর্বর আচরণের ভিডিও ছড়িয়ে পড়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার রুইয়া গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে ক্ষোভও। 
ভিডিও-তে দেখা গিয়েছে মাথার চুল কেটে দু’জনকে বেঁধে রাখা হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুইয়া এলাকার।
জানা গিয়েছে, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম রুইয়ার এক মহিলার সঙ্গে স্থানীয় এক যুবক অন্যত্র চলে যান। এই মহিলা বিবাহিত। এরপর গ্রামবাসীরা তাঁদের দু’জনকেই ধরে গ্রামে নিয়ে আসে। গ্রাম্য সভায় ডেকে তাঁদের চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। 
স্বাভাবিক কারণেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন, ‘‘ভিডিও দেখে ওই মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
এর আগে চোপড়ায় এক যুবক-যুবতীকে প্রকাশ্যে ফেলে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছিল। সরাসরি লাঠি দিয়ে মারতে দেখা গিয়েছিল তৃণমূলে স্থানীয় এক দুষ্কৃতীকে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন