Mograhat

মগরাহাটে জ্বালিয়ে দেওয়া হলো সিপিআই(এম) সমর্থকের ফার্ম

রাজ্য জেলা

রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো সিপিআই(এম) সমর্থকের মুরগির ফার্ম। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত মুলটি অঞ্চলের মন্ডল পাড়ায় । গৌতম মন্ডল , মন্ডল পাড়া, মূল্টী অঞ্চলের বাসিন্দা সিপিআই(এম) সমর্থক।
অভিযোগ বাড়ির পাশে তার মুরগির ফার্মে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতী বাহিনী।
তিনি জানিয়েছেন, ৫ দিন বয়সের ১০০ এর উপর দেশী মুরগির বাচ্ছা ছিল, তা সব আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

গৌতমের কোন ব্যাক্তিগত শত্রু নেই বলে জানিয়েছেন সিআইটিইউ  নেতা ফিরদৌস লস্কর। তিনি বলেন, "নিতান্তই সাধারণ গরীব লোক, এই মুরগি চাষ করে সংসার চালাচ্ছিল। এইবার তার কি হবে? মগরাহাট থানা ও বিডিও  তে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে থানা থেকে একজন আধিকারিক এসে দেখে গিয়েছেন।"

স্থানীয়দের কথায় বুধবার আনুমানিক রাত্রি ১১:৪৫ মিনিট নাগাদ ওই ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে অনেকে মনে করছেন বহিরাগত দুষ্কৃতীরা এই কাজ করেছে।

Comments :0

Login to leave a comment