এই মরশুমে ফের ঘটল অঘটন। ইতালিয়ান কাপে মিলানকে হারিয়ে বোলোগনা চ্যাম্পিয়ন হওয়ার পর এবার এফএ কাপে ম্যান সিটিকে হারাল ক্রিস্টিয়াল প্যালেস। প্রথম মেজর খেতাব জেতালেন অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনের। ম্যাচের ১৬মিনিটে এজের গোলে জিতল প্যালেস। ম্যাচের প্রায় পুরোটা জুড়েই মিচেল , গুয়েহীদের রক্ষণভাগ ভাঙতে পারলেননা হাল্যান্ড , সিলভা , ডোকুরা। এই মরশুমে ম্যান সিটির ট্রফির ভাঁড়ার শূন্য। তাই এই ট্রফিটিকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তার পরিবর্তে প্রথম মেজর ট্রফি জিতল ক্রিস্টিয়াল প্যালেস। এফএ কাপ জেতায় আসন্ন মরশুমে ইউরোপা লিগ খেলার ছাড়পত্র পেল ক্রিস্টিয়াল প্যালেস ।
FA CUP FINAL
এফএ কাপ জয় ' ঈগলস 'দের

×
Comments :0