বঙ্গে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়েছে। কিন্তু তাতে বাধা দিচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়ায় দপ্তর জানাচ্ছে বুধবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। যা বাংলাদেশের উপর অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি আপাতত শক্তি হারাচ্ছে। শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সাধারণত প্রতি বছর ১০ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। কিন্তু চলতি বছর নির্ধারিত সময়ের দিন সাতেক পরে বর্ষা বাংলা থেকে পাততাড়ি গোটাবে।
বৃহস্পতিবার হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই জেলা গুলির সাথে বৃষ্টি হতে পারে কলকাতা ও হুগলিতেও। শনিবার থেকে কমবে বৃষ্টি। কিন্তু সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে কোথাও এই ঘূর্ণাবর্তের ফলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে সপ্তাহের শেষ পর্যন্ত। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুর জেলাতে।
Comments :0