WEATHER

ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি উত্তরে, শনিবার থেকে ভিজবে দক্ষিণও

রাজ্য কলকাতা

পূর্ব বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিলো তা আরও উত্তরের দিকে সরে গেছে। যার ফলেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিনেও। দক্ষিণ ওড়িশা উপকূলের কাছেই আর একটি ঘুর্ববর্ত অবস্থান করছে যা ফলে দক্ষিণ বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহে মূলত শুস্ক আবহাওয়াই ছিল দক্ষিণবঙ্গে। বাতাসে আর্দ্রতার পরিমান বেশি থাকার জন্য অস্বস্তি অনুভূত হচ্ছিলো।

উত্তরবঙ্গে টানা চলবে বৃষ্টি। ঘূর্ণাবর্তের কারণে দুর্যোগ কাটছে না উত্তরে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং কালিংপঙ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলা গুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার থাকবে হওয়ার গতিবেগ। শুক্রবার ও শনিবার আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃস্পতিবার ও শুক্রবার সবজেলাতে বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার ও রবিবার দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর হাওড়া কলকাতা মুর্শিদাবাদ ও নদীয়াতে। আগামী সোমবার থেকে দক্ষিণেবঙ্গে কমবে বৃষ্টি। পুজোয় বৃষ্টি হবে না সেই কথা ফেলে দেওয়া যাচ্ছে না এখনই। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন