উত্তরপ্রদেশের মথুরা জেলার একটি গ্রামে ১০ বছর বয়সী দলিত মেয়ে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে এই ঘটে শনিবার রাতে। জানা গিয়েছে, নির্যাতিতা এবং তার দিদি গ্রামের একটি কুয়োর কাছে কাপড় ধুচ্ছিলেন। দিদি বাড়ি ফিরে যাওয়ার পর নির্যাতিতা মেয়েটিকে দুই ব্যক্তি এসে বাইকে করে কাছের একটি মন্দিরে নিয়ে যায়। যেখানে তারা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মন্দির থেকে নির্যাতিতার চিৎকার শুনতে পেয়ে তাঁর দিদি ফিরে আসে। তখনই অভিযুক্তরা পালিয়ে যায় বলে তাঁরা জানিয়েছে। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত করছে পুলিশ।
স্থনীয় অতিরিক্ত পুলিশ সুপার সুরেশ চাঁদ রাওয়াত বলেন, "অভিযুক্তকে খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ দেখা করা হচ্ছে। নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।
Comments :0