বিশেষভাবে সক্ষম যাত্রীকে ছুঁড়ে ফেলা হলো ট্রেনের কামরা থেকে। মারা গিয়েছেন সেই যাত্রী। গুজরাটের জামনগরের এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে যে দু’জন মিলে কামরা থেকে ওই যাত্রী হিতেন মিস্ত্রিকে ছুঁড়ে ফেলেছিল। বাকি একজনের খোঁজ চলছে।
গত বুধবার ভাদোদরার বাসিন্দা বছর পঁয়ত্রিশের হিতেন মিস্ত্রি বাড়িতে ফিরছিলেন পোরবন্দর থেকে। সৌরাষ্ট্র এক্সপ্রেসে বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরার যাত্রী ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে সংরক্ষিত ওই কামরায় দু’জন ওঠে যারা বিশেষভাবে সক্ষম নন। তার প্রতিবাদ করেন নিহত। তর্কাতর্কি শুরু হয়। হিতেন মিস্ত্রিকে টেনে কামরা থেকে ফেলে দেয় অভিযুক্ত হাজি আয়ুব কাচ্চাড়িয়া এবং সাদ্দাম কাচ্চাড়িয়া। আয়ুবকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনের খোঁজ চলছে বলে জানিয়েছে জামনগরের পুলিশ।
Disabled passenger thrown from train
গুজরাটে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো বিশেষভাবে সক্ষম যাত্রীকে, মৃত্যু

×
Comments :0