দুর্গাপুরের মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস (এএইচএসডি)। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ন'টা নাগাদ। নির্যাতিতা ছাত্রী তার এক সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন কলেজ ক্যাম্পাস থেকে।
ওই সহপাঠীর অভিযোগ, ৫ জন যুবক তাঁদের পথ আটকায়। এবং সেখান থেকে তুলে নিয়ে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে। শনিবার সকালে ঘটনাটি সামনে আসে।
জানা গিয়েছে, শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সময় নির্যাতিতার সঙ্গী সহপাঠীকে আটক করা হয়েছে।
এএইচএসডি বলেছে, এই ভয়াবহ ঘটনাটি আবারও চিকিৎসা প্রতিষ্ঠানের ভেতরে এবং তার আশেপাশে মহিলাদের সুরক্ষার যে বেহাল অবস্থা তা বেআব্রু করেছে। চিকিৎসক মহল মর্মাহত যে, একজন ছাত্রী চিকিৎসার মতো মহৎ পেশায় প্রবেশ করেও এমন নৃশংস ঘটনার শিকার হচ্ছে।
এএইচএসডি দাবি করেছে যে একজন কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত দল গঠন করতে হবে। একটি স্বচ্ছ, দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে সকল অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
এএইচএসডি বলেছে, এই অপরাধে ন্যায়বিচার না মিললে পশ্চিমবঙ্গের সমগ্র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রাজ্যব্যাপী আন্দোলন শুরু করতে বাধ্য হবে।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস তরফে মুখ্যমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে।
AHSD
মেডিক্যাল ছাত্রী ধর্ষণে দ্রুত গ্রেপ্তারির দাবি চিকিৎসক সংগঠন এএইচএসডি’র

×
Comments :0