আগামী শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব । শুক্রবার রাত ১২:৩০টায় ( শনিবার ) অর্ল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে নামবে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স ও সৌদি আরবের দল আল হিলাল। এই প্রতিযোগিতায় এশিয়ান ফুটবলের জয়োধ্বজা ওড়াচ্ছে আল হিলাল। ম্যালকম , রুবেন নেভেস , কুলিবালিরা সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই খেলছেন। কোচ সিমোন ইনজাঘি দারুণভাবে পরিচালনা করছেন এই দলটিকে। এই প্রতিযোগিতায় ব্রাজিলিয়ান ও দক্ষিণ আমেরিকান ফুটবলের জয়োধ্বজা ওড়াচ্ছে এই ফ্লুমিনেন্স ও পালমেইরাস। এই ম্যাচটি বেশ জমজমাট হতে চলেছে। দ্বিতীয় কোয়ার্টারে শনিবার সকাল ৬:৩০টায় নামবে ব্রাজিলের আর এক দল পালমেইরাস ও চেলসি। গ্ৰুপ পর্যায়ে ফ্ল্যামাঙ্গর কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এঞ্জো মারেস্কার দল। নিকোলাস জ্যাকসন ,এঞ্জো ফার্ণান্দেজরা ভালো ফুটবল উপহার দিচ্ছেন। কনফারেন্স লিগ জিতে চেলসির লক্ষ্য এবার এই ক্লাব বিশ্বকাপ। শনিবার রাত ৯:৩০টায় মার্সেডিজ বেঞ্জ স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালে বড়ম্যাচ। প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এখনও অব্দি মোট ১৪বারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে জার্মান দলটি ৮বার জিতেছে বায়ার্ন মিউনিখ ও ৬বার জিতেছে পিএসজি। ২০২০ তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেও পিএসজি হেরে গেছিল বায়ার্নের কাছে। তাই এই লড়াইটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। লড়াই হবে মূলত লুইস এনরিকের পজিশনিং ফুটবল বনাম ভিনসেন্ট কোম্পানির ফিজিক্যাল ফুটবল। শনিবার রাত ১:৩০টায় ( রবিবার ) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ ও ডর্টমিউন্ড। জার্মান এই দলটির বিরুদ্ধেও রিয়ালের প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরোনো। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মোট ১৬বারের সাক্ষাতে ৮বার জিতেছে রিয়াল ও ৩বার ডর্টমিউন্ড। ৫বার ড্র হয়েছে। যুগেন ক্লপ কোচ থাকাকালীন রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছিল ডর্টমিউন্ড ২০১৩সালে। ২০২৪এ এই ডর্টমিউন্ডকে হারিয়েই পঞ্চদশ ( ১৫ ) চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ।
FIFA CLUB WORLD CUP 2025 QUARTER FINALS
ক্লাব বিশ্বকাপে শেষ আটের লড়াই

×
Comments :0