Firing Kamarhati

কামারহাটিতে গুলি, হাসপাতালে ভর্তি এক আহত

জেলা

জনবহুল রাস্তায় প্রকাশ্যে গুলি চালানো চলছেই। 
শনিবার রাতে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে দু’জন বাইক আরোহী আচমটাই গুলি করে পালিয়ে যায়।  গুলি চালনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে গুলি তলপেটে লেগেছে। 
বেলঘড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইকটিকে আটক করেছে।  এলাকায় আতঙ্কে সাধারণ মানুষ। ডিসিপি সাউথ অনুপম সিং জানিয়েছেন অন্য দু’জনের গুলি লাগলেও আঘাত গুরুতর নয়। 
রাজ্যের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীরা প্রকাশ্যে যেভাবে গুলি চালাচ্ছে তাতে সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে। এত অস্ত্র, গুলি আসছে কি করে তার কোন ব্যাখ্যা প্রশাসনের কাছে নেই।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন