Ghatal Flood

দেড় মাসে ৪বার প্লাবিত ঘাটাল, স্তব্ধ জনজীবন

জেলা

আবারও বন্যা। হুহু করে জল ঢুকছে নদী বাঁধের হানা পড়া স্থান দিয়ে। এই নিয়ে গত ৪২ দিনে ৪ বার প্লাবিত। এখনো গত বন্যার জলের স্তরের দাগ ঘরের দেওয়াল থেকে মুছে যায়নি। ইতিমধ্যে ঘাটাল ব্লকের ১২ টি গ্রামপঞ্চায়েত এলাকা সহ পৌরসভার ১৩ টি ওয়ার্ডে পুনরায় রাস্তাঘাট জলের তলায়। কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু। শিলাবতী, ঝুমি ও কেঠিয়া তিন নদীতেই জলের স্তর ও স্রোত হুহু করে বাড়ছে। গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টির পর আজও আবার দুপুরের পর বৃষ্টি হওয়ায় জলের স্তর আরও বাড়বে। ইতিমধ্যে আড়গোড়া চাতালে সড়ক রাস্তার উপর দিয়ে বইছে বন্যার জলের স্রোত।
ঘাটালের ভাঙাদহ মৌজায় গত বন্যায় হানা পড়া স্থান দিয়ে যে পরিমান জল ঢুকছে তাতে ঘাটালের গ্রামীন এলাকা পুনরায় জলের নীচে চলে যাবে।  স্কুল গুলিতে দীর্ঘ প্রায় দেড় মাস পঠনপাঠন বন্ধ। দিন চারেক স্কুল চালুর পর আবারও বন্যা। শিশুশিক্ষা কেন্দ্র সহ স্কুল গুলিতে মিড ডে মিল বন্ধ।  আবার সেতু সড়ক ভেঙে যাওয়ায় পড়ুয়ারা হয় নৌকা বা ডিঙিতে পার হয়ে স্কুল যাওয়া শুরু করলেও কাল থেকে বন্ধ স্কুল।
দীর্ঘ দেড় মাস জল যন্ত্রনায় মানুষ দিশেহারা। জনজীবন স্তব্ধ, রুটি-রুজির ব্যাপক সংকট। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জল বাহিত অসুখ সহ জ্বর-সর্দি কাশি। শিশুদের গায়ে চর্মরোগের লক্ষন। নৌকা ডিঙিই এক মাত্র ভরসা যাতায়াতের।

Comments :0

Login to leave a comment