বৃদ্ধাকে গলা কেটে খুনে ধৃত অপরাধ স্বীকার করেছে বলে দাবি গুয়াহাটি পুলিশের।
গত বুধবার এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল গুয়াহাটির খারঘুলি এলাকায় বাসিন্দারা , রহস্যজনকভাবে, ৭১ বছর বয়সি এক বৃদ্ধার গলাকাটা দেহ হয় তার নিজের বাড়ি থেকে।
ওই মহিলার স্বামী ২০০১ সালে মারা যান তারপর থেকে তিনি একই থাকতেন। ওই মহিলার কোনো সন্তানও ছিল না। পুলিশের প্রাথমিক তদন্তে নেমে নিহত মহিলার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাতুল দাস ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এডিসিপি (কেন্দ্রীয়) সম্ভাবী মিশ্র জানিয়েছেন , পুলিশি জেরায় অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছেন। রাতুল জানায় যে রাতে ওই মৃতার বাড়ির পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করে। ওই ছুরি এবং রক্ত লাগা জামাকাপড় পার্শ্ববর্তী একটি জঙ্গলে ফেলে দেয়।
পুলিশের বক্তব্য, রাতুল বাড়ির ছাদ টপকে ঘরে প্রবেশ করে এবং বৃদ্ধাকে খুন করে। সে তারপর খুনে ব্যবহৃত ছুরি কাছের ড্রেনে ফেলে দিয়ে ঘরে ফিরে আসে।
Guahati Murder
গুয়াহাটিতে বৃদ্ধা খুনে দায় স্বীকার ধৃতের, বলল পুলিশ

×
Comments :0