Inld chief murderer

হরিয়ানার আইএনএলডি প্রধান খুন গাড়িতে

জাতীয়

হরিয়ানার আইএনএলডি প্রধান নাফে সিং রাঠিকে খুন করা হয়েছে। দিল্লির কাছে বাহাদুর গড়ে গাড়ির মধ্যে গুলি চালানো হয় রাঠির ওপর। 
চারজনের নামে এফআইআর দায়ের করেছে তাঁর পরিবার। রাঠির পরিবার জানিয়েছে, বারবার প্রাণনাশের সংখ্যা জানানো হয়েছে। কিন্তু নিরাপত্তা দেয়নি পুলিশ। 
দলের নেতা অভয় চৌতালা যান হাসপাতালে। তিনি বলেন, নিরাপত্তা দিলে খুন হতে হতো না রাঠিকে। রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি। 
বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন দোষীদের ছাড়া হবে না। তবে অযথা ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। 
অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শেষকৃত্য হবে না বলে জানিয়েছে পরিবার। কংগ্রেস এবং আপ বলেছে, রাজ্যে আইন শৃঙ্খলার সর্বনাশ করেছে বিজেপি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন