Pak-Afghan

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক

শনিবার গভীর রাতে পাক সীমান্তে হামলা চালায় আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত সেনাবাহিনী। সেই হামলায় ৫৮ জন পাকিস্তান সেনার মৃত্যু হয় বলে জানায় তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। আরও নিশ্চিত করা হয় যে তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করে।  কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তালিবান মুখপাত্র "প্রতিশোধমূলক পদক্ষেপ" বলে অভিহিত করেছেন। দাবি করেছে যে পাকিস্তান বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তাদের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। তালিবানের তরফে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, ‘‘সব হামলার জবাব দেওয়া হবে।’’
তালিবানের তরফে আরও জানানো হয়েছে, পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে। সংঘর্ষে তাদের ২০ জনের বেশি সদস্য হতাহত হয়েছেন। 
চলতি সপ্তাহের প্রথমে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। সেই উত্তেজনা ক্রমশ তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ওই সংঘর্ষ হয়। রবিবার সকালে তালিবান কর্তৃপক্ষ জানায়, তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাকিস্তানি সেনার একাধিক আউটপোস্ট দখল করেছে। এক বিবৃতিতে জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, শনিবার রাতের সংঘর্ষে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্তপোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। 

Comments :0

Login to leave a comment