Tourist Died

কার্শিয়াঙ বেড়াতে গিয়ে হাওড়ার যুবকের মৃত্যু

রাজ্য জেলা

পাহাড়ে বেড়াতে গিয়ে ফের এক বাঙালি পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কার্শিয়াঙের ডাউহিল পাহাড়ের হোমস্টেতে বেড়াতে গিয়ে হাওড়ার বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায় (২৬)'র মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, ডাউহিল পাহাড়ের ওপরের হোটস্টে থেকে পড়ে গিয়েই ওই বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার কার্শিয়াঙের ডাউহিল রোডস্থিত জনপ্রিয় ডাউহিল হোমস্টেতে কলেজের ছয় বন্ধু উঠেছিলেন। এদের মধ্যে ৪ জন মহিলা। সোমবারই দলটির হাওড়ায় ফিরে যাবার কথা ছিলো। এরই মধ্যে এদিন ভোর প্রায় পাঁচটা নাগাদ হোমস্টের ওপর থেকে ভারী কিছু পড়ে যাবার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। সেই আওয়াজে স্থানীয়দের অনেকেই ছুটে যান। এরপরেই স্থানীয়দের নজরে আসে ডাউহিল হোমস্টের সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে হাওয়ার বাসিন্দা সপ্তনীল। দ্রুত তাঁকে উদ্ধার করে কার্শিয়াঙ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিছক একটি দুর্ঘটনা নাকি যুবকের মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও যুবকের মৃতদেহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার ধরন দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান হোমস্টের ছাদ থেকে পড়েই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও মৃত যুবকের বন্ধুরা পুলিশি জেরায় কি জানিয়েছে সেবিষয়েও পুলিশের তরফে স্পষ্টভাবে জানানো হয়নি। মৃত যুবকের পরিবারেরও কোন বক্তব্য মেলেনি। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment