INDIA WOMENS vs ENGLAND WOMENS T20

দ্বিতীয় টিটোয়েন্টিতেও জয়ের লক্ষ্যেই নামবেন স্মৃতি মন্দনারা

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

বুধবার যেমন ভারতীয় ক্রিকেটের পুরুষ দল টেস্টে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তেমনই ইংল্যান্ডের অন্য প্রান্তে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে তারা নামবে মঙ্গলবার ভারতীয় সময় রাত ১১টায়। প্রথম টেস্টে ৯৭রানে বড় জয়ের পর এই ম্যাচেও জয়ের কথাই ভাবছেন অধিনায়ক স্মৃতি । নজর থাকবে ভারতীয় দলের উইকেটরক্ষক শিলিগুড়ির রিচা ঘোষের দিকেও । গত ম্যাচে ৬২বলে ১১২রান করেছিলেন স্মৃতি মন্দনা। এই দুর্দান্ত ফর্ম বজায় রেখেই এই ম্যাচেও দাগ কাটতে চান স্মৃতি মন্দনা। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই বাউন্স ব্যাক করতে মরিয়া ' থ্রি লায়ান্স ' রা। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট গত ম্যাচে সর্বাধিক ৬৬রান করলেও তা কোনো কাজে আসেনি।  

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সম্ভাব্য প্রথম একাদশ - শেফালী ভার্মা , স্মৃতি মন্দনা , হারমানপ্রীত কৌর , জেমিমা রড্রিগেজ , রিচা ঘোষ , দীপ্তি শর্মা , স্নেহা রানা , রাধা যাদব , অরুন্ধুতি রেড্ডি ও শ্রী চরণী।

 

Comments :0

Login to leave a comment