প্রায় সপ্তাহখানেক পর ফের শুরু হয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবথেকে ব্যায়বহুল ক্রিকেট প্রতিযোগিতা। ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাতের কারণেই প্রায় ৭দিনের জন্য স্থগিত ছিল আইপিএল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরছে আইপিএল। শুক্রবার বেঙ্গালুরু ও কলকাতা ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল। চিন্নাস্বামীতে খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। ইংরেজ ' ত্রয়ী ' লিয়াম লিভিংস্টোন ,জ্যাকব বেথ এবং ফিল সল্ট ইতিমধ্যেই চলে এসেছেন বেঙ্গালুরুতে। সল্ট নাইটদের প্রাক্তনী। ইডেনে গত ২২মার্চ তারিখে এই সল্ট এবং বিরাট প্রায় একার হাতেই ইডেনে নাইটদের ধ্বংস করেছিলেন। ৩১বলে ৫৬রান করেছিলেন সল্ট। যদিও এই দুই প্রতিদ্বন্দীর মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে নাইটরাই। ৩৫টি ম্যাচে ২০বার জিতেছে নাইট রাইডার্স এবং ১৫বার বেঙ্গালুরু। চিন্নাস্বামীর স্টেডিয়াম ছোট হওয়ায় এই দুই দলের পাওয়ার হিটারদের থেকে দেখা যাবে ছয়ের বর্ষণ। সল্ট , লিভিংস্টোন , বিরাট , রিংকু , রাসেলদের হিটিংয়ের দৃশ্য দেখা যাবে এই মাঠে। তাই টসে যেই দল জিতবে তারা চেষ্টা করবে প্রথমে ব্যাট করে অন্তত ২০০-র উপর রান তুলে নিতে চাইবে। তবে সঠিক বোলিং পদ্ধতি অবলম্বন করলে রুখে দেওয়া যেতে পারে বড় টার্গেটের রান। নাইটদের দলে বরুণ, নারিন , মইন আলির মতো স্পিনাররা সেই কাজটি করতে পারবেন। মাঠের দৈর্ঘ্য ছোট হওয়ায় রান তারা করা দলটিরও জয়ের সম্ভাবনা রয়েছে। কারণ এই ছোট মাঠে চেস হয়ে যেতে পারে যে কোনো বড় টার্গেট। গত ম্যাচে ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারের পর প্লে অফের সম্ভাবনা অনেকটাই অস্তাচলে চলে গেছে নাইটদের। তবুও হৃত সম্মান পুনরুদ্ধারের উদ্দেশ্যেই বাকি ম্যাচগুলো জিততে চায় রাহানের দল। টেস্ট থেকে অবসরের পর শুক্রবারই নিজের প্রথম ম্যাচ খেলবেন বিরাট। ফলে তাকে দেখতে মাঠে উপস্থিত থাকবেন প্রচুর সমর্থক। বর্তমানে ১১ম্যাচে ১৬পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। প্রায় ১৭বছরের আইপিএলের ইতিহাসে প্রত্যেকবার তারকাসমৃদ্ধ দল গড়েও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু দল। তাই এবার সেই তকমা মুছে ফেলতে চায় দেবদূত পাট্টিকালের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
Indian Super League
ফিরছে আইপিএল

×
Comments :0