বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিনের শেষে চাপের মুখে ভারত। ৪ উইকেট খুইয়ে ২৬৪ রান করেছে গিলের দল। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন ( ৬১ রান ) । যশস্বী করেন ৫৮ এবং রাহুল ৪৬ রান। এই ম্যাচে টেস্টে নিজের ১০০০ রান সম্পূর্ণ করেন ঋষভ পন্থ। বেন স্টোকস দুটি , লিয়াম ডসন ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন। বর্তমানে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা ( ১৯ রান ) এবং শার্দুল ঠাকুর ( ১৯ রান )
India vs England Test Series
ম্যানচেস্টারে চাপের মুখে ভারত

×
Comments :0