বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ ম্যাচে নামবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে খেলবেন বুমরা। থাকবেননা আকাশদীপ। তবে ইংল্যান্ডের দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ ছাড়াও ভারতকে লড়তে হবে ম্যানচেস্টারের প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধেও। লন্ডনের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে টেস্টের ৫দিনই হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় ( ভারতীয় সময় ৩:৩০ ) ম্যানচেস্টারে খেলার শুরু দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবেন মেঘাছন্ন। তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৯ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওল্ড ট্রাফোর্ডের বাউন্সি পিচ সহায়তা করবে পেসারদেরই। ফলে বুমরা সিরাজরা কিছুটা সাহায্য পাবেন। তবে ম্যাচ যত গড়াবে পিচে কিছুটা টার্ন দেখা যেতে পারে। তখন কুলদীপের মতো স্পিনারদের প্রয়োজন হবে ভারতের। তাই বুধবার প্রায় সমস্ত অস্ত্র নিয়েই মাঠে নামতে চলেছেন কোচ গৌতম গম্ভীর।
india vs england test series
ম্যানচেস্টারে প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হতে হবে ভারতকে

×
Comments :0