Visa for Chinese tourists after 5 years

৫ বছর পর চীনা পর্যটকদের জন্য ফের ভিসা চালু ভারতের

আন্তর্জাতিক

পাঁচ বছর বন্ধ রাখার পর চীনের নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালু করল ভারত। বেজিংয়ে ভারতীয় দূতাবাসের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রতিক্রিয়ায় চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন “এই পদক্ষেপকে ইতিবাচক” বলেছেন। পর্যটনসহ সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির জন্য ভারত-চীন উভয় পক্ষের মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 
গত ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত ও চীন দুই দেশই একে অপরের নাগরিকদের ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি কিরে। 
তবে চীন ২০২২ থেকেই ভারতের নাগরিকদের জন্য ভিসা চালু করে। ২০২৫-এ কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় অনুমতি দেয়। কিন্তু ভারত থেকে চীনে সরাসরি কোন বিমান পরিষেবা চালু ছিল না। 
ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই , উপরাষ্ট্রপতি হান ঝেং বিশেষ বৈঠকে ফের সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেন। সরাসরি বিমান পরিষেবা চালুর কথা আলোচনা শুরু হয়েছিল জানুয়ারি ২০২৫ থেকে।
চীনা নাগরিকেরা সাংহাই, বেইজিং এবং গুয়াংঝৌউ-তে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে অনলাইনে আবেদন শুরু করেন। বায়োমেট্রিক্স সংগ্রহ শেষে ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে বলা হয়েছে। এই পদক্ষেপ ভারত ও চীনের মধ্যে দীর্ঘ সময়ের বন্ধন ও আস্থা পুনঃস্থাপনে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত।
বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারত ও চীন স্বীকৃত ব্যবস্থার মাধ্যমে কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্ত সংক্রান্ত বিষয়ে নিয়মিত বিনিময় এবং যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে।

Comments :0

Login to leave a comment