Bangladesh Mob Lynching

উন্মত্ত ভিড়ের সন্ত্রাসে উদ্বেগ বাংলাদেশের বাম জোটের

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
 
বাংলাদেশের পটিয়া, লালমনিরহাট থানায়, ফরিদপুরে ব্যবসায়ী একে আজাদের বাসভবনে, কুমিল্লার মুরাদনগরে বাড়ি ঘেরাও করে পিটিয়ে মা-ছেলে হত্যার মতো ঘটনা এবং নারী-শিশু নিপীড়নে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাম গণতান্ত্রিক জোট। 
শনিবার যৌথ বিবৃতি জারি করেছে বাম গণতান্ত্রিক জোট। নেতৃবৃন্দ অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি বলেছেন যে নির্বাচন করতে যত দেরি হবে সংকট তত বাড়বে। দলবদ্ধ উন্মত্ত ভিড়ের এই সন্ত্রাসের পিছনে সরকারি মদত রয়েছে কিনা সে প্রশ্নও তুলেছে জোট।
এই জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মহম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সহ একাধিক বামপন্থী দলের শীর্ষ নেতৃবৃন্দ একযোগে এই প্রবণতার প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের পরে মাজার ভাঙা, বাউল আখড়া, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, আদিবাসীদের ওপর নির্যাতন, নারীদের পোশাক নিয়ে নীতি পুলিশি ও সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটছে। একইসঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন, ভাস্কর্য, ম্যুরাল ভাঙা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। এই ঘটনাক্রম খুবই উৎকণ্ঠার বিষয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুধু ‘মব সন্ত্রাস’ নয়, কোনো কোনো দল ও নেতৃবৃন্দের বক্তব্য ও বিবৃতিতে মুক্তিযুদ্ধকে জুলাই গণঅভ্যুত্থান দিয়ে প্রতিস্থাপনের কথাও বলা হচ্ছে। এই বক্তব্য গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন যে সরকারের প্রেস সচিব যেভাবে উন্মত্ত হিংস্র বাহিনীকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে উল্লেখ করেছেন এবং তথ্য উপদেষ্টা কর্তৃক এই ভিড়কে গণআদালত, গণজাগরণ মঞ্চসহ অন্যান্য গণআন্দোলনের সঙ্গে তুলনা করেছেন তাতে জনমনে প্রশ্ন হতে পারে যে, তাহলে সরকার কি এই উন্মত্ত ভিড়ের তাণ্ডবকে প্রশ্রয় দিচ্ছে?
বিবৃতিতে নেতৃবৃন্দ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির পর্বে  প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছেন। কিন্তু দলবদ্ধ বাহিনীর সন্ত্রাস চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনকে বাধাগ্রস্ত করাকে অপপ্রয়াস আখ্যা দিয়েছে। জোটের নেতৃবৃন্দ বলেন, নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়তে থাকবে।

Comments :0

Login to leave a comment