৯০ দিন পার হয়ে যাওয়ার পরও রেজাল্ট প্রকাশ করতে পারেনি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, প্রায় তিন মাস হতে চললো এখন ও কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারেনি রাজ্য সরকার। দীর্ঘ টালবাহানায় সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা। সাংবাদিক সম্মেলন করে একথাই জানালো পাঁচটি বামপন্থী ছাত্র সংগঠন। সোমবার দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলন করে এসএফআই, এআইএসএ, এআইএসএফ, পিএসইউ ও এআইএসবি। ২৯ জুলাই কলকাতার কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির সামনে সারাদিন ধর্ণা দেবে এই পাঁচ ছাত্র সংগঠন।
এদিন সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জনে বলেন, "রাজ্য সরকার দীর্ঘদিন ধরে ভর্তি প্রক্রিয়া নিয়ে টালবাহানা করছে। তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বের করতে পারছে না। জেইই মেন ২০২৫ সালে পরীক্ষা নেওয়ার মাত্র ১০ দিনের মধ্যে রেজাল্ট বার করয়েছে। ২০২৪ সালে ১৩ দিনে এবং ২০২৩ সালে ১৭ দিনে বার করতে পেরেছে রেজাল্ট তাহলে রাজ্য জয়েন এন্ট্রান্স বোর্ডের এত টালবাহানা কিসের। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের পরিষ্কারভাবে প্রায় রয়েছে যে নিয়োগ ও ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হবে না এই ওবিসি সংরক্ষণ নিয়ে।
আদপে শিক্ষার বেসরকারিকরণ করে দেওয়ার প্রচেষ্টা করেছে রাজ্যের সরকার। দীর্ঘদিন ধরে ভর্তি বন্ধ এর সুযোগ নিচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি কলেজ গুলি অতিরিক্ত ফি দিয়ে সেখানে ভর্তি হচ্ছে ছাত্র-ছাত্রীরা। বাধ্য হই তাদের ভর্তি হতে হচ্ছে।
আমাদের প্রধান তিনটি দাবি, ভর্তির প্রক্রিয়া অবিলম্বে শেষ করতে হবে, অবিলম্বে ক্লাস শুরু করতে হবে,জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট চলতি মাসের মধ্যেই বের করতে হবে। এই দাবি নিয়ে আমরা কাল সকাল ১১ টা থেকে কলেজস্ট্রিটে সারাদিনব্যাপী ধারণা অবস্থান চালাবো। আমাদের আবেদন তৃণমূল ও বিজেপি বিরোধী সমস্ত ছাত্র অভিভাবক শিক্ষক শিক্ষা কর্মী অধ্যাপকদের আমাদের এই অবস্থানে অংশগ্রহণ করার জন্য।
Comments :0