ভোটার তালিকা থেকে নাম বাদ কেন, স্পষ্ট ব্যাখ্যা নেই নির্বাচন কমিশনের। খসড়া থেকে নাম বাদ যাওয়ার ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতেই আসন সমঝোতা এগচ্ছে বিহারের বিরোধী জোট মহাগঠবন্ধনে।
রাষ্ট্রীয় জনতা দলের একটি সূত্র জানিয়েছে যে তেজস্বী যাদবের নেতৃত্বে ১২৫টি আসনে লড়তে পারে দল। ৫০-৫৫ আসনে লড়তে পারে কংগ্রেস। বামপন্থী তিন দল, সিপিআই(এম), সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশন লড়তে পারে ৩৫ আসনে। মুকেশ সাহনির দল ভিআইপি-কে দেওয়া হতে পারে ২০টি আসন।
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে রাজ্যে ‘ভোটাধিকার যাত্রা’-য় অংশ নিয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চের প্রায় সব দল। রাজ্যে বিপুল জনসমর্থনও দেখা গিয়েছে। তেজস্বী যাদবের সঙ্গে রাহুল ঘুরেছেন বিস্তীর্ণ এলাকায়।
তবে কংগ্রেস গতবারের মতো ৭০ আসনে লড়বে না বলেই জানা যাচ্ছে।
সোমবারই বিহারের ২৪৩ আসনের বিধান ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৬ ও ১১ নভেম্বর ভোট হবে বিহারে। ফল গণনা হবে ১৪ নভেম্বর। কিন্তু এই নির্বাচনে বিরোধী শিবিরে সবচেয়ে বড় সন্দেহ রয়েছে কমিশনের ভূমিকা নিয়েই। অভিযোগ, বিজেপি’র দাবি অনুযায়ী ভোট দু’দফায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতবার তিন দফায় ভোট হয়েছিল বিহারে।
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি বলেছেন, অত্যন্ত বিতর্কিত এসআইআর প্রক্রিয়ার পর বিহারে নির্বাচনের সূচি স্থির হয়েছে। এই নির্বাচন হচ্ছে এমন এক রেফারির তত্ত্বাবধানে যে একটি পক্ষের হয়ে সর্বদা কাজ করে চলেছে। জনতা ঐক্যবদ্ধ থাকলে জয় হবেই।
বিহারের সরকারে আসীন বিজেপি, জেডিইউ জোট এনডিএ’র শরিকদের মধ্যেও আলোচনা চলছে আসন বোঝাপড়া নিয়ে। এলজেপি’র চিরাগ পাসোয়ান ৩০টি আসনের দাবি জানিয়েছে। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার দিল্লিতে চিরাগের বাসভবনে বৈঠক করেছেন। জিতন রাম মাঝি ১৫টি আসনের দাবি করেছেন বলে জানা যাচ্ছে। এমন আলোচনাও শোনা যাচ্ছে যে চিরাগ প্রশান্ত কিশোরের সঙ্গেও আলোচনার আগ্রহ দেখিয়েছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের থেকে জানতে চেয়েছে চূড়ান্ত তালিকায় নাম বাদ প্রসঙ্গে। এসআইআর’র পর খসড়া তালিকায় ৬৫ লক্ষের নাম বাদ পড়েছিল। খসড়া তালিকা থেকে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৩.৬৬ লক্ষ নাম। এদিন শীর্ষ আদালত কমিশনকে জানিয়েছে কাদের নাম বাদ পড়েছে তা বিশদে জানাতে।
Bihar Mahagatbandhan
বিহারে আসন বোঝাপড়া চূড়ান্ত করছে ‘মহাগঠবন্ধন’

×
Comments :0