MODI SPEECH

আজ রাত ৮টায় ভাষণ প্রধানমন্ত্রীর

জাতীয়

ডিজিএমও স্তরের বৈঠকের পর, রাত আটটায়, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) রাজীব ঘাই বিকেল পাঁচটায় বৈঠক করবেন পাকিস্তানের ডিজিএমও’র সঙ্গে। 
গত শনিবার ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি হয়। তারই পর্যালোচনা হবে এই বৈঠকে।
সরকারি স্তর থেকে জানানো হয়েছে পহেলগামে সন্ত্রাস এবং তার পরবর্তী ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসের পর থেকে দু’টি সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্র। কিন্তু তার কোনোটিতেই যোগ দেননি প্রধানমন্ত্রী। 
তিনি যদিও সোমবার সকালে শীর্ষস্তরের সামরিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেছেন। বৈঠকে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও। 
বিরোধীরা ভারত-পাকিস্তান সম্পর্ককে দু’দেশের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি তুলেছেন। শনিবার, ১০ মে, ভারত সংঘর্ষ বিরতি ঘোষণার আগেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণা করে দিয়েছিলেন। আমেরিকার হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক স্তরেও। বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন। সন্ত্রাসের ঘাঁটি নির্মূল করতে লাগাতার পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখার পক্ষেও জোরালো সওয়াল করছেন।

Comments :0

Login to leave a comment