sudden storm

হুগলীতে ক্ষণিকের ঝড়ে গাছ পড়ে আহত এক

জেলা

ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড হুগলীর একাধিক জায়গা। গাছ চাপা পড়ে আহত এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট, ষন্ডেশ্বর তলা, ব্যান্ডেলের বড়মসজিদতলায় গাছ ভেঙে পড়ে। ষন্ডেশ্বরতলায় বিদ্যুৎ এর একাধিক খুঁটি উপরে পড়ে যায়।
একটি ঘরের উপর প্রাচীন অশ্বত্থ গাছ চাপা পড়ে দুজন আটকে পড়েন। দমকলের কর্মীরা উদ্ধার কাজে হাত লাগায়।

জানা যাচ্ছে ঝড়ের সময় শ্যামবাবুর ঘাটে দোকানে আশ্রয় নিয়েছিলেন এক ব্যক্তি। একটি বটগাছ ভেঙে পড়ে সেই দোকানের উপর। গুরুতর আহত ওই ব্যক্তি। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ড ব্যান্ডেলের বড় মসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের উপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। দুই মহিলা তারা সেই সময় ঘরে ছিলেন। গাছ ভেঙে পড়ায় আটকে পড়েন ঘরের মধ্যে। খবর দেওয়া হয় দমকলে। দুই মহিলাকে ঘর থেকে উদ্ধার করা হয়। ঝড় বৃষ্টির ফলে চুঁচুড়া শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

Comments :0

Login to leave a comment