Our kitchen

ময়নাগুড়ির পর ধূপগুড়ি ‘‘আমাদের রান্নাঘর’’

জেলা

প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ময়নাগুড়ির পর এবার ধূপগুড়িতেও শুরু হল সিপিআই(এম)’র মানবিক উদ্যোগ ‘‘আমাদের রান্নাঘর’’। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের হোগলারটারি এলাকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বুধবার থেকে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি। ভুটান পাহাড়ে লাগাতার প্রবল বর্ষণের ফলে জলঢাকা নদীর বাঁধ ভেঙে গধেয়ারকুঠির হোগলারটারি, ধাপ্পারডাঙ্গা, কুল্লাপাড়া সহ একাধিক এলাকার বহু ঘরবাড়ি সম্পূর্ণভাবে ভেসে গেছে। এখনও পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ও কাদা-ভর্তি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে চরম খাদ্যসঙ্কটে ভুগছেন বহু পরিবার। এই কঠিন পরিস্থিতিতেই সিপিআই(এম)’র উদ্যোগে শুরু হওয়া ‘‘আমাদের রান্নাঘ’’ থেকে প্রতিদিন প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। জেলা সম্পাদক থেকে শুরু করে স্থানীয় সিপিআই(এম) কর্মীরা নিজের হাতে রান্না ও খাবার বিতরণের কাজে অংশ নিচ্ছেন। এদিনের কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, মমতা রায়, পুলক সরকার, জয়ন্ত মজুমদার, সন্তোষ রায় প্রমূখ। জেলা নেতৃত্বের সক্রিয় ভূমিকা ও সাধারণ মানুষের প্রতি সংহতির বার্তা ইতিমধ্যেই দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করেছে। জেলা সম্পাদক পীযুষ মিশ্র কমিটির বলেন, ‘‘এই ভয়াবহ বন্যায় বহু মানুষ ঘরবাড়ি, জীবিকা হারিয়েছেন। আমরা দলীয়ভাবে সর্বশক্তি নিয়ে তাঁদের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ‘‘আমাদের রান্নাঘর’’ চলবে। যতদিন দুর্গত মানুষের পাশে থাকার প্রয়োজন, ততদিন আমরা পাশে থাকব।’’
বন্যার জেরে গধেয়ারকুঠি ও পার্শ্ববর্তী এলাকার বহু রাস্তা ও ফসলের জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ এখনও অব্যাহত। এই কঠিন সময়ে সিপিআই(এম)র ‘‘আমাদের রান্নাঘর’’ কর্মসূচি শুধু খাবারের ব্যবস্থা নয়, বরং দুর্গত মানুষের কাছে এক বড় ভরসা, সহমর্মিতা ও সংগঠিত মানবতার প্রতীক হয়ে উঠেছে।

Comments :0

Login to leave a comment