মুক্তধারা
কবিতা
ঈশারা কাফি হ্যায়
-------------------------
জয়ন্ত সিনহা মহাপাত্র
-------------------------
২৭ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
অসম্ভব ঔদ্ধত্য
দেখেছি উদ্ধত গলা সমস্ত জনপদ পেরিয়ে
হিমালয়ের চূড়ার কাছাকাছি পৌঁছে যেতে
প্রথম সূর্যের মতো লাল চোখ জানান দিচ্ছে
ঈশারা কাফি হে...
অসম্ভব ক্ষমতা
দেখেছি ক্ষমতার কাছাকাছি থাকতে থাকতে
একদল মানুষকে ক্রমশ তাবেদার হয়ে যেতে
পন্ডিত শয়তান
মূর্খরা বৃত্তশালী
এই সব চেনা ছকের বাইরের কথা একদম নয়
ছকের বাইরে
অজস্র জনপদ , অজস্র মানুষ , মানুষের কথা
অসীম ক্ষমতা এসব দেখতে , শুনতে পায় না
আগ্নেয় গিরি থেকে আসা লাভার রঙও লাল
ঈশারা কাফি হে ।
Comments :0