AHF Asia Cup 2025

বিহারে হকি এশিয়া কাপে পাকিস্তানের যোগদান নিয়ে জটিলতা

খেলা

আগামী ২৭আগস্টে বিহারের রাজগীরে বসতে চলেছে এএইচএফ বা এশিয়ান হকি ফেডারেশনের ( AHF ) হকি এশিয়া কাপ। তবে এই প্রতিযোগিতায় এবার পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। পাকিস্তান হকি ফেডারেশন ( PHF ) বিশ্ব হকি ফেডারেশনের ( FIH ) কাছে জানিয়েছে যে, তাদের দলকে ভারতে পাঠাতে সমস্যার মুখে পড়তে হতে পারে। পাকিস্তান হকি ফেডারেশনের শীর্ষকর্তা তারিক বুগতি বিশ্ব হকি ফেডারেশন ( FIH ) এবং এশিয়ান হকি ফেডারেশনকে ( AHF ) এই বিষয়ে একটি চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি জানিয়েছেন যে, বর্তমান পরিপ্রেক্ষিতে সুরক্ষা সুনিশ্চিত না করা পর্যন্ত তাদের পক্ষে ভারতে দল পাঠানোটা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফআইএইচ ও এএইচএফ। তারিক আরও জানিয়েছেন যে , এই দুই ফেডারেশন যদি ভারতে নিরাপত্তার ব্যাপারে তাদের সুনিশ্চিত করতে পারে তবেই তারা তাদের দলকে ভারতে পাঠাবেন।

Comments :0

Login to leave a comment