ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। অভিযোগ উঠলো সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ রোগীর পরিবারের।
গত ৩১ আগস্ট সদ্যোজাত এক সন্তানের জন্ম দিয়েছিলেন অঙ্কিতা চ্যাটার্জি। বুধবার রাত আটটা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে সিউড়ি বিটেক কলেজের অধ্যাপিকা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ রাত পৌনে ন'টার সময় একটি ইনজেকশন দেওয়া হয় তাঁকে। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুহয় তাঁর। মৃতের পরিবারের অভিযোগ একজন অভিজ্ঞ চিকিৎসকের গাফিলতি ও ভুল চিকিৎসায় অঙ্কিতার মৃত্যু হয়েছে। এই অভিযোগে তাঁরা হাসপাতালের ভিতর বিক্ষোভ দেখান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রোগী মৃত্যু ঘটনায় হাসপাতালের অব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে হাসাপাতালের সুপারের ভূমিকা। ঘটনায় হাসপাতালের সুপার জানান, এই মৃত্যু কারনের তদন্ত করা হবে।
উল্লেখ্য, আগেও সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক আদিবাসী মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছিল। মৃতের নাম ঝুমা কোঁড়া (২৮)। গত ২৪ আগস্ট দুবরাজপুর ইটভাঁটায় কাজ করার সময় পায়ে ইট পড়ে যায়। ২৭ আগস্ট দুপুরে তাঁকে ভর্তি করার পর থেকে প্রয়োজনীয় চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। ২৮ আগস্ট সকালে একটি ইঞ্জেকশান দেওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। সেদিনও ঘটনার তদন্ত করা হবে" বলে জানান হাসপাতালের সুপার।
বীরভূম জেলার হাসপাতাল গুলিতে চিকিৎসার অব্যবস্থা, গাফিলতি এবং হাসপাতালের পরিকাঠামো,পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব বারবার রোগী মৃত্যুর কারণ হিসাবে উঠে আসছে। এর বিরুদ্ধে গত ২৫ থেকে ২৭ আগস্ট তিনদিন ধরে বাম ছাত্র-যুব, শ্রমিক, কৃষক ও খেতমজুর সহ বিভিন্ন সংগঠন বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা বিক্ষোভ অবস্থান করে। হাসপাতালের সুপার ও জেলা শাসককে ডেপুটেশনও দেওয়া হয়। তথাপি কোনও হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের। এমনি অভিযোগ করেন সিআইটিই জেলার সাধারন সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, "রাজ্য সরকারের গাফিলতিতে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যাবস্থার বেহালদশা। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যদি এই করুন দশা হয়। তাহলে চিকিৎসার জন্য সাধারণ মানুষজন কোথায় যাবে?"
Patient death Suri Hospital
সিউড়ি হাসপাতলে মৃত্যু রোগীর, বিক্ষোভ পরিবারের

×
Comments :0