সংঘর্ষ বিরতি এর আগে ভেঙেছে ইজরায়েল। এবার সংঘর্ষ বিরতির চুক্তি মানতে বাধ্য করতে হবে ইজরায়েলকে। ইজরায়েলকে বাধ্য করতে হবে প্যালেস্তাইন সংক্রান্ত রাষ্ট্রসঙ্ঘের সব প্রস্তাব মানতে। প্যালেস্তাইনের ভূখণ্ডে দখলদারি বন্ধ করতে বাধ্য করতে হবে।
গাজায় সংঘর্ষবিরতি চুক্তির প্রথম পর্বের বাস্তবায়ন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
পলিট ব্যুরো বলেছে যে আমেরিকা গাজায় ‘শান্তি চুক্তি’ সম্পাদনের কৃতিত্ব দাবি করছে। ইজরায়েলকে এই চুক্তি মানতে বাধ্য করার দায়িত্ব নিতে হবে আমেরিকাকেই।
এদিকে গাজায় ঘর হারানো প্যালেস্তিনীয়রা ফের ঘরে ফেরার চেষ্টা করছেন। পায়ে হেঁটে ঘাড়ে সামান্য সম্বল নিয়ে ফিরছেন অনেকে যাঁরা এই দু’বছরে হারিয়েছেন সন্তানদের, চোখের সামনে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যেতে দেখেছেন প্রিয়জনের দেহ।
কঠিন বাস্তবতার মধ্যে গাজা। নেই খাদ্য, নেই জল, নেই মাথা গোঁজার ঠাঁই। আপাতত বোমা পড়ছে না ঠিকই, কিন্তু দুর্ভিক্ষ আর অনাহার পিছু ছাড়ছে না। ধ্বংস হয়েছে ১৪টি হাসপাতাল। ১২টি হাসপাতাল কোনোমতে টিকে থাকলেও জটিল অসুখের চিকিৎসা দেওয়ার অবস্থায় নেই। ৬৭ হাজারের বেশি নিহতের তালিকায় রয়েছে বহু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নাম। রয়েছে সাংবাদিকদের নামও।
গাজায় পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, ঘরের দিকে ফিরে দেখছেন বহু বাসিন্দা তাঁদের বসতি ভেঙে গুঁড়িয়ে পাথরের টুকরোর স্তূপ হয়ে রয়েছে।
মিশরে হামাসের সঙ্গে ইজরায়েলের পরোক্ষ আলোচনায় সংঘর্ষবিরতি চুক্তি হয়েছে। প্রথম ধাপে বন্দি বিনিময় হবে। গাজা সিটি থেকে সরলেও সেনা মোতায়েন রাখা হবে প্যালেস্তিনীয় ভূখণ্ডে, জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই।
এর মধ্যে প্যালেস্তেনিয়ান ইসলামিক জিহাদ এবং পিএফএলপি জানিয়েছে বিদেশি অভিভাবকত্ব মানা হবে না। আমেরিকার রাষ্ট্রপতির নজরদারিতে গাজায় ক্ষমতা হস্তান্তর হবে না।
Polit Bureau Ceasefire
ইজরায়েলকে মানতে হবে চুক্তি, সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে বলল পলিট ব্যুরো

×
Comments :0