Rahul and Modi

ক্যামেরা দেখলেই রক্ত ফুটতে থাকে কেন, মোদীকে রাহুল

জাতীয়

ক্যামেরার সামনেই আপনার রক্ত ফুটতে থাকে কেন?
রাজস্থানে প্রধানমন্ত্রীর ভাষণের পর এমনই প্রশ্ন ছুঁড়লেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। 
রাজস্থানের বিকানেরে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তাঁর শরীরে রক্ত নয়, সিঁদুরের স্রোত বইছে! বলেছেন, বাইশ তারিখের বদলা নেওয়া হয়েছে বাইশ মিনিটে। 
পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ব্যর্থতার দায় স্বীকারের বদলে সেনা অভিযানের কৃতিত্ব নেওয়ার চেষ্টায় মোদী তৎপর থেকেছেন ভাষণে।
রাহুল সেই প্রসঙ্গেই বলেন, ‘ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ করুন মোদীজী। আপনি সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের আশ্বাসকে বিশ্বাস করেছেন কেন, তা বলুন। ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা ঝুঁকিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন কেন? কেবল ক্যামেরা দেখলেই আপনার রক্ত ফুটতে থাকে কেন?’’
রাহুল সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে প্রধানমন্ত্রী ভারতের সম্মানের সঙ্গে আপস করেছেন।
এদিন কংগ্রেস নেতা জয়রাম রমেশও শূন্যগর্ভ ভাষণের জন্য নরেন্দ্র মোদীর সমালোচনা করেন। তিনি বলেছেন, এখনও কেন ধরা পড়ল না পহেলগামে হামলার জন্য দায়ী সন্ত্রাসবাদীরা। সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে এই সন্ত্রাসবাদীরাই গত ১৮ মাস ধরে পুঞ্চ, গুলমার্গে একাধিক হামলায় জড়িত থেকেছে।
রমেশ প্রশ্ন তুলেছেন যে মোদী নিজে কেন কোনও সর্বদলীয় বৈঠকে থাকেননি।

Comments :0

Login to leave a comment