WEATHER

দাবদাহ থেকে মুক্তি, ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়েই

রাজ্য কলকাতা

তীব্র দাবদাহ থেকে মুক্তি। আবহাওয়া পরিবির্তন হতে চলছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হওয়া অফিস। মঙ্গলবারই আন্দামান নিকোবরে সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। কিন্তু এই ঝড়বৃষ্টির পূর্বাভাস বর্ষার কারণে নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিহারের পূর্ব প্রান্তে থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলির উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যা ঝাড়খন্ড হয়ে তেলেঙ্গেনা পর্যন্ত বিস্তৃত। সেই জন্যই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়ের সময় হওয়ার গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার থাকবে। এর প্রভাব পড়বে কলকাতা সহ তার সংলগ্ন এলাকায়ও। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই তিন জেলায় কমলা সতর্কতাও রয়েছে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Comments :0

Login to leave a comment