বিচারাধীন এবং বিচারের শেষে দণ্ডিত জেলবন্দিদের ভোট দেওয়ার অধিকারের মামলায় কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে বক্তব্য জানাতে বলল সুপ্রিম কোর্ট।। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।
জনপ্রতিনিধিত্ব আইনের ৬২(৫) ধারায় জেলবন্দি যে কারো ভোট দেওয়ার অধিকার বাতিল করা হয়েছে। তবে এই ধারাতেই বলা হয়েছে যে সুরক্ষার জন্য আগাম আটকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সুপ্রিম কোর্টে এই ধারার বিরুদ্ধে দায়ের আবেদনে বলা হয়েছে, চোখ বন্ধ করে নিষেধাজ্ঞা জারি থাকা অনুচিত। জেলবন্দি প্রত্যেকের বিষয় আলাদা করে বিবেচনা করা উচিত। তার জন্য জেলের ভেতর ভোট কেন্দ্র করা উচিত নির্বাচন কমিশনের। তবে দুর্নীতি এবং নির্বাচনী বিধি ভঙ্গে দায়ী বন্দিদের এই সুযোগের বাইরে রাখা উচিত। এই মর্মে কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে।
SC Prisoners Voting
জেলবন্দিদের ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলায় নোটিশ সুপ্রিম কোর্টের

×
Comments :0