teacher recruitment notice

শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি

রাজ্য

শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা রয়েছে। তারই আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এসএসসি। 
এসএসসির পোর্টালে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ৩৫৭২৬ পদে নিয়োগ হবে। যার মধ্যে ২৩২১২ জন নবম দশম শূন্যপদে নিয়োগ হবে।  ১২৫১৪ একাদশ দ্বাদশে শূন্যপদপদে নিয়োগ হবে বলে জানিয়েছে এসএসসি। 
এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশম সব থেকে বেশিও শূন্যপদ রয়েছে বিজ্ঞান বিভাগে। ভৌত বিজ্ঞানে শূন্যপদ ৪৩৫২টি। অঙ্ক ও জীবন বিজ্ঞানে শূন্যপদ যথাক্রমে ৩৯২২ ও ৩৯১১। পিছিয়ে নেই ইংলিশ। সেখানে শূন্যপদ ৩৩৩৬টি।  
একাদশ দ্বাদশে শূন্যপদ রয়েছে সব থেকে বেশি রাষ্ট্র বিজ্ঞানে। ১৩৭৩টি শূন্যপদ রয়েছে এই বিষয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে কেমিস্ট্রি। শূন্যপদ ১১৯৪। দর্শনে শূন্যপদ ১১৬১। শিক্ষাবিজ্ঞানে শূন্যপদ ১১৪৭।নে শূন্যপদ ১১৬১। শিক্ষা বিজ্ঞানে শূন্যপদ ১১৪৭।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন