প্রচার চলছে কোচবিহার থেকে কাকদ্বীপে। ৭ জানুয়ারি ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে ডিওয়াইএফআই। বৃহস্পতিবার সকালে প্রস্তুতি দেখতে ব্রিগেডে গেলেন মহম্মদ সেলিম।
সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম। সিপিআই(এম)'র রাজ্য সম্পাদকও। প্রচারে তিনি বলেছেন দাঙ্গাবাজ আর দুর্নীতিবাজ, দই~ই হটাতে লড়ছে বাংলা। ৭ জানুয়ারি যৌবনের ডাকে জনতার ব্রিগেড।
প্রবীণ কমিউনিস্ট নেতা এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুরও আহ্বান, যৌবনের ডাকে এই ব্রিগেড সমাবেশকে সফল করতে হবে।
BRIGADE SALIM
৭'র প্রস্তুতি দেখতে ব্রিগেডে সেলিম, সঙ্গে মীনাক্ষীরা

×
মন্তব্যসমূহ :0