বুধবার বিকেল ৩টেয় কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে কলকাতা লিগে নামবে মোহনবাগান। শনিবার ডার্বির আগে নামবে এই ম্যাচে নামবে সবুজ মেরুন। তার আগের দিন মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আগামী ২৯জুলাই মোহনবাগান দিবসের দিন বেশ কিছু পুরস্কারের কথা ঘোষণা করা হয়। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান আওয়ে ম্যাচে রিপন মন্ডল নামের ওই মোহনবাগান সমর্থক পাবে সেরা সমর্থকের পুরস্কার। সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাবেন শ্রী অরুন সেনগুপ্ত ও মানস চক্রবর্তী। সেরা এথলিট পুরস্কার অর্চিতা ব্যানার্জি পাবেন। সেরা যুব ফুটবলারের পুরস্কার পাবেন ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। সেরা স্ট্রাইকারের পুরস্কার পাবেন জেমি ম্যাকলারেন। মরশুমের সেরা ফুটবলারের পুরস্কার পাবেন আপুইয়া। এছাড়াও মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন স্বপ্নসাধন বসু ( টুটু )।
২৯জুলাই তারিখে দুপুর ১টা থেকে কর্মসূচি শুরু হবে ক্লাবে। প্রথমে অমর একাদশ মূর্তিকে সম্মান জানানো হবে। দুপুর ২টোয় ক্লাব প্রাঙ্গণে উত্তোলিত হবে ক্লাবের পতাকা। ৩টে নাগাদ মোহনবাগান মাঠে প্রাক্তনীদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬:৩০থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৭:৪৫টা নাগাদ গায়িকা ইমন চক্রবর্তীর পারফরম্যান্সের মাধ্যমেই শেষ হবে এই অনুষ্ঠান।
Comments :0