Sitaram Yechury Condolence Kolkata

গণসঙ্গীতে শুরু সীতারাম ইয়েচুরি স্মরণ

রাজ্য কলকাতা

কানায় কানায় পূর্ণ প্রমোদ দাশগুপ্ত ভবন। চলছে গণ সঙ্গীত। কিছুক্ষণের মধ্যে শুরু হবে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণ সভা।

বৃহস্পতিবার সিপিআই(এম) রাজ্য কমিটির ডাকে চলছে কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভা। প্রধান বক্তা পার্টি পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত। 

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন