Souvik Chakraborty Contract extension With Eastbengal

চুক্তি বাড়ল সৌভিক চক্রবর্তীর

খেলা

ছবি সৌজন্য - ইমামি ইস্টবেঙ্গল অফিসিয়াল ফেসবুক পেজ

ইস্টবেঙ্গলের সঙ্গে আরও দুই বছর চুক্তি বৃদ্ধি করলেন সৌভিক চক্রবর্তী। শনিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হল সৌভিকের চুক্তিবৃদ্ধির খবর। ২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন এই মিডিও। ২০২৪ সালে লাল হলুদের হয়ে জিতেছেন সুপার কাপ। ৩৩ বছরের এই বাঙালি প্রয়োজনে রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। গত মরশুমেও লাল হলুদ জার্সিতে বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছিলেন সৌভিক। তার চুক্তি নবীকরণে শক্তি বাড়ল ইস্টবেঙ্গল মাঝমাঠের।

Comments :0

Login to leave a comment