উত্তরবঙ্গের বন্যা ও ধস বিপর্যস্ত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছেছে স্টুডেন্টস হেলথ হোম। উত্তরবঙ্গের আঞ্চলিক কেন্দ্রগুলি খুলে দেওয়া হয়েছে দুর্গত মানুষদের জন্য।
সোমবার সকালের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার আহ্বান জানায় স্টুডেন্টস হেলথ হোম। সেই আহ্বানে সারা দেন বহু মানুষ। (দেখুন ভিডিও)
স্টুডেন্টস হেলথ হোম জানিয়েছে যে বিশিষ্ট দরদি দীপন কৃষ্ণ মিত্রের দেওয়া ৫০ হাজার টাকা এবং চিকিৎসক ডাঃ বিষ্ণুপদ মাইতির সক্রিয় উদ্যোগে বহু চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, শিক্ষক এবং অন্যান্য দরদীদের কাছ থেকে ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে তিন লক্ষাধিক টাকা।
হোমের সংগঠকরা জানিয়েছে যে সংগৃহীত অর্থ দিয়ে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক সুমন সরকারের নেতৃত্বে মঙ্গলবার চিঁড়ে, গুড়, ছাতু, সাবান, গুঁড়ো দুধ, স্যানিটারি ন্যাপকিন ও ত্রিপল নিয়ে নাগরাকাটার পৌঁছায় প্রতিনিধি দল। নাগরাকাটার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বিপর্যয়ে। স্থানীয় হোম সংগঠকরা জানিয়েছেন বিপর্যস্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই ত্রাণের কাজ কয়েক দিন চলবে।
সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহার স্টুডেন্টস হেলথ হোমের পরিচালন সমিতির সদস্যদের নিয়ে রাতে এক অনলাইন সভা হয়। সেখানেই তাঁরা জানান যে এই মুহূর্তে মেডিক্যাল সহায়তার দরকার নেই।
সোমবার থেকেই জলপাইগুড়ি ও শিলিগুড়ি স্টুডেন্টস হেলথ হোম তাদের নিজ নিজ ভবনে উত্তরবঙ্গে আটকে যাওয়া পর্যটকদের নিখরচায় থাকা ও খাওয়ার বন্দোবস্ত করেছে।
স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক চিকিৎসক পবিত্র গোস্বামী জানিয়েছেন, "স্টুডেন্টস হেলফ হোম সাধারণভাবে ত্রাণের কাজ করে না। কিন্তু এই বিপর্যস্ত পরিস্থিতিতে বাধ্য হয়েছি আমরা নামতে। এর সঙ্গে যেভাবে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’’
ডাঃ গোস্বামী বলেছেন, ‘‘এর আগে ইয়াস ঝড়ের সময় সুন্দরবনে মোট ৬০টি ক্যাম্প করেছিল হেলথ হোম। প্রায় ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই টাকা নিয়েই আমরা দীর্ঘদিন ধরে অসহায় ঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। বর্তমানে আমরা উত্তরবঙ্গে মূলত ত্রিপল খাবার স্যানিটারি ন্যাপকিন সহ ত্রাণ দিচ্ছি।’’ বর্তমানে মেডিক্যাল ক্যাম্পের প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন স্থানীয় হোম সংগঠকরা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তারপর প্রয়োজনে কলকাতা থেকে কেন্দ্রীয় চিকিৎসকদের টিম যাবে উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকায়।
Students Health Home
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আর্ত মানুষের পাশে স্টুডেন্টস হেলথ হোম

×
Comments :0