Students' Health Home

বন্যাদুর্গতদের পাশে স্টুডেন্টস হেলথ হোম

জেলা

জলপাইগুড়ি জেলার বন্যা বিধ্বস্ত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াল স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ ও নাগরাকাটা ব্লক অফিস সংলগ্ন সুখানি বস্তিতে মোট ৩০০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার ও মহিলাদের জন্য বস্ত্র তুলে দেওয়া হয়।


সংগঠনের প্রতিনিধিরা জানান, বন্যার ফলে বিপর্যস্ত মানুষের পাশে থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও প্রথম দফায় গত মঙ্গলবার বামনডাঙ্গা চা বাগানের টন্ডু ডিভিশন ও খরখরা এলাকায় আরও ৩০০ পরিবারের হাতে একই ধরনের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। ত্রাণ সামগ্রীর ব্যয় বহন করেছেন স্টুডেন্টস হেলথ হোমের শুভানুধ্যায়ীরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই সাহায্য অব্যাহত থাকবে যাতে দুর্গত মানুষদের পাশে থেকে বাস্তব সাহায্য পৌঁছে দেওয়া যায়।
 

Comments :0

Login to leave a comment