২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত করুণাময়ী। এদিন নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানের ডাক দিয়েছিল টেট উত্তীর্ণরা। করুণাময়ীতে তারা জমায়েত করে প্রথমে। চাকরিপ্রার্থীদের মিছিল আটকাতে প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ।
আন্দোলনকারিরা যাতে মিছিল করতে না পারে তার জন্য বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারিদের কথায় করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরনোর সাথে সাথেই তাদের অনেককে গ্রেপ্তার করা হয়। তাঁদের মূল দাবি, দ্রুত ৫০ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়াও নিয়োগের বিজ্ঞপ্তি সহ টেট উত্তীর্ণ প্রার্থীদের নাম, রোল, ক্যাটাগরি, ট্রেনিং মেথড সহ পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে।
চাকরি প্রার্থীরা বলেন, "মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ১ লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে। তবুও নিয়োগ নিয়ে টালবাহানা করছে সরকার। আমাদের দাবি প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।"
আন্দোলনের অংশ নেওয়া চাকরি প্রার্থী পার্থজিৎ বনিক বলেন, ‘‘ওবিসি বিষবটিকে সামনে রেখে রাজ্য সরকার সব বিষয় ঝুলিয়ে রেখেছে। আমরা পর্ষদে জানিয়েছি, বিকাশ ভবনে জানিয়েছি কোন কাজ হয়নি। এসএসসির বিঞ্জপ্তি প্রকাশ পেলো, আমাদেরটা কেন আটকে থাকবে।’’ তিনি বলেন, সরকারের মনোভাব স্পষ্ট তারা প্রাথমিকে নিয়োগ নিয়ে কিছু ভাবছে না, চিন্তিত না।
উল্লেখ্য রাজ্যের একাধিক প্রাথমিক স্কুল বন্ধ হওয়ার মুখে। শিক্ষক নেই, পড়ুয়া নেই। রাজ্যের গোটা সরকারি শিক্ষা ব্যবস্থা সঙ্কটের মুখে পড়েছে।
Comments :0