জলে ভাসছে গোটা রাজ্য। করুণ চিত্র দেখা যাচ্ছে চাকদহ থেকে বাদুড়িয়া বা হিঙ্গলগঞ্জে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মেতে রয়েছে দুর্গাপুজোর অনুদান ঘোষণায়।
বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই তিনি ঘোষণা করেন এবার দুর্গা পুজোর অনুদান ৮৫ হাজার থেকে বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা করা হলো।
এক লক্ষ টাকার প্রতিশ্রুতি যদিও আগে থেকেই ছিল। এদিন নাটকীয় কায়দায় ক্লাব প্রতিনিধিদের থেকে প্রাপ্তির আশা জানতে চান। সর্বোচ্চ দাবি এক লক্ষ, ঘোষণা করেন নিজেই। তারপরই আরও ১০ হাজার যোগের ঘোষণা মঞ্চ থেকে। যেন টাকা জনতার করের থেকে কোষাগারে জমা পড়া নয়, কারও নিজের ঘরের!
রাজ্যের অর্থনৈতিক সামাজিক অবস্থা বিপর্যস্ত দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে বামপন্থীরা। বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর যে আক্রমণ তার বিরুদ্ধেও সঠিক পদক্ষেপ নিতে পারছেন না মুখ্যমন্ত্রী। আবার সুপ্রিম কোর্টের রায় মেনে ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়নি সরকারি কর্মীদের। সেখানে কোষাগারের অভাব কারণ হিসেবে দেখানো হয়েছে কোটি কোটি টাকা উকিলদের পিছনে খরচ করে। বহু শূন্যপদ সরকারের বিভিন্ন দপ্তরে, স্থায়ী চাকরি নেই। প্রতি বছর নিয়ম করে সরকারি নিয়োগের রীতি তুলে দিয়েছে তৃণমূল। অস্থায়ী নিয়োগ চলছে অতি অল্প মজুরি বা বেতনে।
দৈন্যদশা দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তের স্কুলে। এ সব ক্ষেত্রে টাকা খরচ হয় না। ২০১৮ থেকে বিজেপি’র সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার নীতিতে এই অনুদান চালুর অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে।
হাইকোর্টে সরকার জানিয়েছে যে পুজোর জন্য সরাসরি নয়, আনুষাঙ্গিক কাজের জন্য অনুদান। এদিনও সিসিটিভি, ড্রোনের কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণে।
তবে বামপন্থীরা বারবারই বলেছে যে ভোটে ফয়দা তুলতে উৎসবকে দলীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে ব্যবহার করছে তৃণমূল সরকার।
বাদুড়িয়ায় অসুস্থ মানুষকে কলার ভেলায় নিয়ে হাসপাতালে যাওয়ার ছবি ছড়িয়েছে সর্বত্র। চাতরার জলবন্দি মানুষের প্রশ্ন, বাদুড়িয়ার খাল বিল সংস্কার করার সময় টাকা থাকে না। বাদুড়িয়ার অধিকাংশ খাল দখল করে বেআইনি মেছোঘেরি তৈরিতে মদত দেয় স্থানীয় প্রশাসন। গত বছর জলবন্দি থেকে পুজো দেখতে পাইনি। এবারও হবে না। তাঁরা বলেছেন, মুখ্যমন্ত্রী আগে রাজ্যের অন্য এলাকার সঙ্গে বাদুড়িয়ার মানুষকেও জল যন্ত্রণা থেকে মুক্তি দিন।
Mamata Banarjee
জলে ভাসছে রাজ্য, মুখ্যমন্ত্রী ব্যস্ত পুজোর অনুদানে!

×
Comments :0