CU HOSTEL STOLE

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলে চুরি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

কলকাতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হস্টেলের ঘরে এক অজ্ঞাতপরিচয় যুবক ঢুকে পড়েন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে এমজি রোড এক ছাত্রী হোস্টেলে। চুরি গিয়েছে ছাত্রীর পার্স এবং মোবাইল। ঘটনায় হস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এসএফআই।

রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর অভিযোগ রাত ৩:৪৫ নাগাদ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার ঘরে ঢুকে পড়েন। কিছু ডকুমেন্টস, পার্স এবং মোবাইল ফোন চুরি করার চেষ্টা করে। ওই ছাত্র তাঁকে ধরতে গেলে পার্স এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। হস্টেলের ব্যালকনি বেয়ে তার ঘরে প্রবেশ করে বলে অভিযোগ জানিয়েছে ওই ছাত্রী। রবিবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। 
এসএফআই দীর্ঘদিন ধরে হস্টেলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবী জানিয়ে এসেছে। কিন্তু এমজি রোডের ছাত্রী হস্টেলের এই ঘটনা প্রমাণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্টেলের নিরাপত্তা সম্পর্কে উদাসীন।
এই ঘটনার পর এসএফআই কলিকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে যে সমস্ত হস্টেলে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়াতে হবে, বাড়াতে হবে সিসিটিভি ক্যামেরাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং চুরির ঘটনার উপযুক্ত তদন্তের করতে হবে।

Comments :0

Login to leave a comment