Maynaguri Accident

হোলির রাতেই পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ময়নাগুড়ির যুবকের

জেলা

হোলির রাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনাটি ময়নাগুড়ি রোড সংলগ্ন উল্লাডাবরি এলাকার।  স্থানীয় সূত্রে জানা গেছে যুবকের নাম সায়ন সরকার , বয়স আনুমানিক ২৬। বাড়ি ময়নাগুড়িতে। 
জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি আসার পথে উল্লাডাবরী সংলগ্ন এলাকায় কোনও গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা  মারেন বলে স্থানীয়দের অনুমান। স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে আসেন। খবর পেয়ে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তৎক্ষণাৎ ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  শনিবার জলপাইগুড়ি হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হোলির রাতে এরকম তরতাজা একটি প্রাণ হারানোয় শোকের ছায়া নেমে এসেছে গোটা ময়নাগুড়িতে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন