ACCIDENT

মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানে, মৃত ১৫

জাতীয়

মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানে। জানা যাচ্ছে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছে। 
যাত্রীরা বিকানের কোলায়ত দেখে যোধপুর ফিরছিলেন বিকানের একটি লরি করে। ভারতমালা হাইওয়েতে দাঁড়িয়ে থেকে একটি ট্রলারে ধাক্কা মারে তাদের লরিটি।

দূঘটনাটি ঘটে সন্ধে ৬:৩০নাগাদ। মাথরা থানার পুলিশ অফিসার জানিয়েছে দাঁড়িয়ে থেকে ট্রেলারে ধাক্কা মারে ওই লরিটি। বলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ১৫ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় তদন্ত করছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে হাইওয়েতে যানজট ও দৃশ্যমানতার অভাব থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে।

Comments :0

Login to leave a comment