Graveyard Land Grab

চন্দ্রকোণায় কবরস্থানের জমি দখলের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

জেলা

কবর স্থানের  জায়গা দখল করে বিক্রির অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া সহ তাঁর মদতপুষ্ঠ জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রতিবাদীদের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন বিধায়ক। চলছে হেনস্তা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তুমুল বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন খিড়কিবাজার মৌজায়।
চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে চলে দীর্ঘক্ষন বিক্ষোভ সভা। বিক্ষোভকারীদের অভিযোগ, কবর স্থান সংলগ্ন এলাকার ব্যবসায়ী মামনি স্টোরের মালিকের  জমি কিনে নেওয়া হয়। কবরস্থানের সিংহ ভাগ দখল করা হয়। তাঁরা নাম করে জমির অবৈধ দখলের অভিযোগ তোলেন। 
বিক্ষোভকারীদের বক্তব্য, বিধায়ক অরূপ ধাড়া আলোচনায় ডাকলেও মাত্র ১০ ফুট বাই ১০ ফুট জায়গা দেওয়ার কথা বলেন। গ্রামবাসীরা তা না মানলে তিনি হুমকি দিয়ে বলেন, ‘এর বাইরে কিছু করার থাকলে করে নে।’ কবরস্থানের কাগজ পত্র নিয়ে পৌরসভা, ব্লক দপ্তর সহ ভূমি দপ্তরে অভিযোগ দায়ের করার পর প্রতিবাদী সংখ্যালঘুদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। সাজানো মামলা দিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। 
অভিযোগ অস্বীকার করে মানহানির মামলার হুমকি দেন তৃণমুল বিধায়ক। এদিকে চন্দ্রকোনা-২  ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষ জমি মাফিয়াদের মদতের অভিযোগ তুলেছেন দলেরই একাংশের বিরুদ্ধে। তৃণমূল ব্লক সভাপতি বলেন,আমাদের সরকারের ১৪ বছর হয়ে গেল।  বেশ কিছু ক্ষেত্রে ভূমি দপ্তরে ঘুঘুর বাসা জাঁকিয়ে বসেছে। কিছু আধিকারিক নিয়মকানুন মানছে না। রাতারাতি জমির চরিত্র পরিবর্তন হয়েছে।

Comments :0

Login to leave a comment